সাটুরিয়ায় চুরি যাওয়া নবজাতক শিশু ৩ ঘন্টায় উদ্ধার, গ্রেফতার-৪
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী রিয়া ক্লিনিক থেকে চুরি যাওয়া নবজাতক শিশুকে ৩ ঘন্টায় উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারের পর শিশুটিকে তার বাবা-মায়েরে কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
১৯ নভেম্বর মানিকগঞ্জের শিবালয় উপজেলার মোসাঃ শিউলি আক্তার উরফে চাদনী সন্তান প্রসব জনিত বিষয়ে তার পরিচিত মোঃ নাজমুল হোসেন (২৬) এর নিকট সাহায্য চাইলে নাজমুল সাটুরিয়া থানাধীন নয়াডিঙ্গী রিয়া ক্লিনিকের ম্যানেজার মোঃ আল মামুনের মাধ্যমে শিউলিকে উক্ত ক্লিনিকে ভর্তি করে। ঐ দিন বেলা অনুমান ১১.৩০ ঘটিকার সময় শিউলি আক্তার পুত্র সন্তান প্রসব করেন। ইতিমধ্যে উক্ত ক্লিনিকে মোঃ ইমান আলী (৩৮), ময়না বেগম (৩২), ও মোসাঃ শিরিন আক্তার (২৬)গণ এসে উপস্থিত হয়। সন্তান প্রসবের ১ ঘন্টার মধ্যে ক্লিনিকের ম্যানেজার মোঃ আল মামুন (২৫)এর সহযোগিতায় নাজমুল, ইমান আলী, ময়না খাতুন ও সামছুল হকগণ ঐ নবজাতক শিশুকে নিয়া পালিয়ে যায়।
জ্ঞান ফেরার পর ঐ শিশুকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে তিনি ২১ নভেম্বর থানায় অভিযোগ করেন।২৬ নভেম্বর দীর্ঘ ৩ ঘন্টা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাসহ আশেপাশের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাত ২২.১০ ঘটিকার সময় সাটুরিয়া থানাধীন ফুকুরহাটি ইউনিয়নের মাঝিপাড়ায় জনৈক জসিম উদ্দিনের বাড়ী হতে নবজাতক শিশুকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্টদের আটক করে সাটুরিয়া থানা পুলিশ।