সাটুরিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন থেকে সটকে পড়লেন বিএনপি’র ২ নেতা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে দল থেকে বহিস্কারের ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাটুরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন ও কার্যকরী কমিটির সদস্য এডভোকেট সোহরাব হোসেন। তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে উপজেলা নির্বাচনে বিএনপি’র অন্যান্য প্রার্থীদের প্রত্যাহার করার আহ্বান জানান।

উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা জানান, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে তাদের বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনও বর্জন করেছে। কেউ যদি বিএনপি’র প্রার্থী হয়ে ভোটের মাঠে থাকেন তাকে নেতাকর্মী ও সমর্থকরা ভোট দেবেন না। আব্দুল কুদ্দুস ও সোহরাব হোসেন প্রায় এক বছর ধরে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। এই দুই নেতা ভোটের মাঠে বেশ সাড়াও পেয়েছিলেন। কিন্তু বিএনপি ভোট বর্জন করায় আওয়ামী লীগের ৫ প্রার্থী ও স্বতন্ত্র দুই প্রার্থীর মধ্যে চলবে ভোটের লড়াই। বিএনপি’র এই নেতারা ১২ তারিখে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে জানান। তবে বিএনপি’র হয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নী আক্তার ও সাধারণ পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সোহেল রানা মল্লিক নির্বাচন করবেন বলেও জানা গেছে।

উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, তৃতীয় ধাপে সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১২ তারিখে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। ১৩ তারিখে প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ২৯শে মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শিরোনাম