সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা,বিক্ষুব্ধ ক্রিকেট ভক্তরা

স্পোর্টস রিপোর্টারঃ
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

একই মামলায় সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী সগির হোসেন পাভেলের নামেও গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জিয়াদুর রহমান এই আদেশ দেন। মামলার অপর দুই আসামি হলেন- প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

শিরোনাম