সাকিবকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলো স্কুলছাত্র

সংবাদ জমিন ডেস্কঃ
কুমিল্লায় ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছে নীরব (১৪) নামে এক স্কুলছাত্র। মঙ্গলবার বিকাল ৩টায় চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহত কিশোর ধোড়করা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে চৌদ্দগ্রামের কাগাইশ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, ধোড়করা বাজারের আবদুল মালেক টাওয়ারে কসমেটিকস ব্র্যান্ডের একটি শোরুম উদ্বোধন করতে ক্রিকেটার সাকিব আল হাসান হেলিকপ্টারযোগে চৌদ্দগ্রামে পৌঁছান। সাকিব আল হাসান উদ্বোধনস্থলে আসার ঘণ্টাখানেক আগেই ধোড়করা বাজারে লোকজন ভিড় করেন। এ সময় আবদুল মালেক টাওয়ারের পল্লী বিদ্যুতের এলোমেলো তারের জঞ্জালে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয় নীরব। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

শিরোনাম