সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনেন্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএফআইইউ’র একটি সূত্র জানিয়েছে, এ ব্যাপারে বিভিন্ন ব্যাংকে একটি চিঠি পাঠানো হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগও একই ভাবে রোজিনা ইসলামের ব্যাংক হিসাব সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য চেয়েছে। রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি এক্ট-এ দায়ের করা মামলার তদন্তের জন্য সিআইডি এ তথ্য চেয়েছে।

শিরোনাম