সাংবাদিকদের প্রকাশ্যে গালিগালাজ করায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

 

রংপুর প্রতিনিধি ঃঃ
সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর রংপুরের তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের প্রকাশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভোরের ডাক পত্রিকার রংপুরের তারাগঞ্জ প্রতিনিধি ও তারাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগির হোসেন লেবু তারাগঞ্জ থানায় হাজির হয়ে সাধারণ ডায়রী করেছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে।

যার ডায়রি নম্বর-৮১৪তাং-১৭/০৪/২০২১। উক্ত ডায়রীতে সাংবাদিককে ভয়ভীতি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ নানা প্রকার হুমকির কথা উল্লেখ্য করা হয়েছে। এ ঘটনায় তারাগঞ্জ উপজেলার সুধি-সমাজের লোকজন তীব্র নিন্দা জানিয়েছে।

তারাগঞ্জ থানার পুলিশ জানায়, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম