সরিষাবাড়ীতে ভিক্ষুককে গ্রেফতার করায় ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে বসতভিটার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত ভিক্ষুক পরিবারকে উল্টো মামলায় জড়ানোর অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহতরা চিকিৎসাধীন থাকলেও তাদের আসামি করায় পুলিশ তাদের পিটিয়ে ও টেনেহিঁচড়ে হাসপাতাল থেকে হাজতে পাঠিয়েছে। গত মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের এমন ভিডিও ছড়িয়ে পড়ায় গত মঙ্গলবার রাতেই চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ও দুই পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার বাউসি বাজার এলাকার ভিক্ষুক আব্দুল জলিল (৬৪) ২০ শতক জমিতে বসতভিটা বানিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। প্রতিপক্ষ মুজিবুর রহমান গংরা হামলা চালালে আহত আবস্থায় জলিল ও তার পক্ষের লোকজন হাসপাতালে ভর্তি হয়।