সরিষাবাড়ীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের।সরিষাবাড়ীতে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত উপশহর সংলগ্ন করগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজিচালক জামালপুর সদর উপজেলার নারায়ণপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), সিএনজি’র যাত্রী ইপিজেড এলাকার মৃত মুনসফ আলীর ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুন নূর জাহাঙ্গীর আলম (৬০), গেটপার এলাকার মেদু শেখের ছেলে আব্দুল করিম আলাল (৪০), সরিষাবাড়ী উপজেলার নলদাইর গ্রামের আমজাদ ফকিরের ছেলে এনাম ফকির ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম। এ ঘটনায় আহত ব্যক্তিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়,এ ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।

শিরোনাম