সরিষাবাড়ীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

জানা গেছে,বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত উপশহর সংলগ্ন করগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজিচালক আব্দুর রাজ্জাক (৩৮), সিএনজির যাত্রী অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুন নূর জাহাঙ্গীর (৬০) ও আব্দুল করিম (৪০)। বাকি একজনের নাম পরিচয় তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিরোনাম