সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ঃঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আপন ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় আলমগীর (৪০)। হামলা ঠেকাতে মাঝখানে পড়েন আপন মামা, ৪ সন্তানের জনক মাহমুদ মিয়া (৩৭)। এ সময় ভাগিনা আলমগীরের ছুরিকাঘাতে খুন হন মাহমুদ। গত মঙ্গলবার রাতে সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা দক্ষিণপাড়ায় আলমগীরদের বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করেছে।
গত মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই মোহাম্মদ আলী (৫০) বাদী হয়ে সরাইল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।