সংবাদ জমিন ডেস্কঃ
সরকারের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের ছেড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘দুর্নীতিবাজ আজিজ আহমেদ ও বেনজীর আহমেদসহ ক্ষমতাসীন দলের দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে’ এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
বেনজীর আহমেদের দেশত্যাগের প্রসঙ্গে ফারুক বলেন, কী করে ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হন। যদি সরকার গণতান্ত্রিক হতো, যদি সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো, যদি সরকার বাংলাদেশের মানুষের সমর্থনের সরকার হাতো তাহলে আমাদের শ্রদ্ধেয় মহাসচিবের ভাষায় বেনজীর, এই বেনজীর লোকটিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হতে সহযোগিতা করতো না। সেজন্য জনগণ বলা শুরু করেছে, এই সরকার চোরের রাজা, এই সরকার দুর্নীতির রাজা। এই সরকার জনগণের সরকার না।