সভারে দুই যুবককে নির্মমভাবে খুন

 

নিজস্ব প্রতিনিধি, সাভার ঃঃ
সাভারে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে লাশ পাট ক্ষেতের মধ্যে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়ার চক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রায়হান (২২) ও নাজমুল। তারা সম্পর্কে খালাতো ভাই। রায়হান সাভারের হেমায়েতপুর যাদুরচর এলাকায় ভাড়া বাসায় থাকতো এবং নাজমুল বরিশাল থেকে তার কাছে বেড়াতে এসেছিল বলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোররাতে হারুলিয়া এলাকার চকে দুই যুবককে কুপিয়ে হত্যা করে লাশ পাট ক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

সকালে স্থানীয় কৃষকরা তাদের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানায় খবর দেয়। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করা হয়েছে।

শিরোনাম