সড়কে ৫ বছরে প্রাণ ঝড়লো সাড়ে ৩৯ হাজার

নিজস্ব প্রতিনিধিঃ
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গত ৫ বছরে দেশের সড়ক ও মহাসড়কে ২৮ হাজার ২৯৯ সড়ক দুর্ঘটনায় ৩৯ হাজার ৫২২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫৮ হাজার ৭৯১ জন।

যার মধ্যে ৩ হাজার ৯৪১ জন শিক্ষার্থী হতাহত হয়েছে। শুক্রবার নিরাপদ সড়কের দাবীতে তরুণ শিক্ষার্থীদের আন্দোলনের ৫ বছর পূতি উপলক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

শিরোনাম