কুমিল্লা প্রতিনিধিঃ
সড়কে যুবদলের কর্মী সভা করতে না দেয়ায় কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এহসান মুরাদকে লালমাই থেকে বিতাড়িত করার হুমকি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা পূর্ব বাজারস্থ আমিনুল ইসলাম সওদাগর ফিলিং স্টেশনের সামনে বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুমকি দেন।