সচিবালয় অবরুদ্ধ করে রেখেছেন আনসাররা, শিক্ষার্থীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
সকাল থেকে সচিবালয় অবরুদ্ধ করে দাবি আদায়ের আন্দোলন করছেন আনসার সদস্যরা। রাতেও অবরোধ প্রত্যাহার না করায় সচিবালয়ে কয়েকজন উপদেষ্টাসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে আছেন। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। তারা সচিবালয়ের দিকে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
রাত পৌনে নয়টা থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হওয়া শুরু করেন। প্রথমে কিছু শিক্ষার্থী জড়ো হলেও ধীরে ধীরে বিভিন্ন হল থেকে লাঠিসোঁটাসহ সংগঠিত হয়ে শিক্ষার্থীরা টিএসসিতে আসছেন। জড়ো হওয়া শিক্ষার্থীরা ‘স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দালালির ঠিকানা, এই বাংলায় হবে না’সহ নানা স্লোগান দিচ্ছেন।