সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
জাতীয় সংসদে গত ১৭ই জুন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারীর প্রদত্ত বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানিমূলক দাবি করে বিবৃতি দিয়েছেন দেশের ৩১৩ শীর্ষ আলেম। গতকাল সাবেক হেফাজত নেতা মাওলানা মাইনুদ্দিন রুহি কর্তৃক প্রেরিত বিবৃতিতে বলা হয়, গত ১৭ই জুন মহান জাতীয় সংসদে নজিবুল বশর মাইজভাণ্ডারীর উস্কানিমূলক বক্তব্য আমাদেরকে হতাশ করেছে। ভাণ্ডারী গ্রামের মহিলাদের মতো ‘সতীন্যা’ ঝগড়ায় লিপ্ত হয়ে মহান জাতীয় সংসদকে অপবিত্র করেছেন। মূলত তার বক্তব্যে তিনি যে একজন নিচু মনের মানুষ, ভণ্ড ও প্রতারক তা প্রকাশ পেয়েছে।
বিবৃতিতে আলেমরা বলেন, ভাণ্ডারী একজন মাজার পূজারী ব্যবসায়ী। তার সব সময় নজর থাকে মানুষের গোয়াল ঘরের দিকে। কখন তাদের কাছ থেকে তাদের গরু, ছাগল, মহিষ নিয়ে ভণ্ডামীতে শরিক করবে-তিনি এটাই ভাবেন। জাতীয় সংসদের রীতিনীতি, মান-সম্মান নিয়ে ভাববার সময় তার নেই। ‘কাঠবিড়ালি কর্তৃক বাগান ভাগ করার মতো আল্লামা শফী ও বাবুনগরীর গ্রুপ ভাগ করার ভাণ্ডারী কেউ নয়।