সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
এবার সংসদে ব্যাপক সমালোচনার মধ্যে বাণিজ্য মন্ত্রী! নিত্যপণ্যের দাম নিয়ে সংসদে ক্ষোভের মুখে পড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় সংসদ সদস্যরা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। সিন্ডিকেট ভাঙতে পারল না। ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের সহযোগিতা ছাড়া সিন্ডিকেট মূল্যবৃদ্ধি করতে পারে না।
সংসদে বাণিজ্য সংগঠন বিল পাসের প্রক্রিয়ার সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। বিলের ওপর আলোচনাকালে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় পার্টির সংসদ সদস্য, কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক, শামীম হায়দার পাটোয়ারী, ফখরুল ইমাম ও রওশন আরা মান্নান। ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা ও হারুনুর রশীদ। এছাড়াও গণফোরামের মোকাব্বির খানও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন। বক্তারা পবিত্র মাহে রমজানে বিভন্ন পণের দাম নিয়ন্ত্রণে আনার জোর দাবি জানান। ছবি-সংগৃহীত