সিংগাইরে ইউপি নির্বাচন নিয়ে“সংবাদ জমিন”পত্রিকায় প্রকাশিত নির্বাচনী জরিপ সঠিক ছিল

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
গেল ১১ নভেম্বর অনুষ্ঠিত হলো মানিকগঞ্জের সিংগাইরে ইউনিয়ন পরিষদের নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে বুহুল প্রচারিত “সংবাদ জমিন” পত্রিকা ও এর একাধিক ওয়েবসাইটে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে প্রতিবেদন আকারে যে জরিপ প্রকাশিত হয়েছিল তা সঠিক ছিল বলে প্রমাণিত হয়েছে।

এসব প্রতিবেদন সাময়িকভাবে পাঠক সমাজে তিক্ততার সৃষ্টি হলেও ১১ নভেম্বরে নির্বাচন অনুষ্ঠানের পর হয়তো সে ঘোর পাঠক সমাজ থেকে কেটে গেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর “সংবাদ জমিন” পত্রিকা কর্তৃপক্ষকে পাঠক সমাজ মুঠোফোনে ও ফেসবুক ম্যাসেঞ্জারে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে “সংবাদ জমিন” পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সিংগাইর প্রেসক্লাবের সভাপতি মো: কোহিনূর ইসলাম রাব্বি জানান, “সংবাদ জমিন” পত্রিকা কর্তৃপক্ষ কারো পক্ষে দালাদালি করে সংবাদ প্রকাশে বিশ্বাসী নয়। আমরা সব সময় নিরপেক্ষতার দৃষ্টিতে সংবাদ প্রকাশ করে থাকি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে যদি কোন পাঠক, শুভানুধ্যায়ী যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

শিরোনাম