ষড়যন্ত্র শুরু হয়েছে, আমাদের মিডিয়া ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছেঃ তারেক রহমান

নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে পারে,এমনটা স্পষ্ট হওয়ার পর দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টদের ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, ‘দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, তা আবারও শুরু হয়েছে। বিএনপির যখন বেশির ভাগ মানুষের সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তখনই মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। ওয়ান-ইলেভেনের মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে।’

শিরোনাম