শ্রীমঙ্গলে মহিলার উপর হামলা চালিয়ে গর্ভের সন্তানকে হত্যা
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক নারীর পেটে লাথি মেরে ৪ মাসের গর্ভের সন্তান মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার ঘটনাটি ঘটেছে উপজেলার ইছুবপুর এলাকার কালাম মিয়ার স্ত্রী সোনিয়া বেগমের সঙ্গে। শ্রীমঙ্গল থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইছুবপুর এলাকার কালাম মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার (২৫) ৪ মাসের গর্ভবর্তী ছিলেন। তাদের ক্ষেতের সবজি পাশের বাড়ির ছোবহান মিয়ার গরু খেয়ে ফেলে। তখন সোনিয়া আক্তার গরু তাড়িয়ে দেন। এ সময় ছোবহান মিয়ার স্ত্রী আকলিমা ওরফে লাকী বেগমের সহিত কথা কাটাকাটি হয় সোনিয়ার। একপর্যায়ে ছোবহান মিয়া ও তার স্ত্রী সোনিয়া বেগমকে কিল, ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন। এতে সোনিয়া বেগমের পেটে বেদনা শুরু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আলট্রাসনোগ্রাফি করা হলে বাচ্চা মারা যাওয়ার রিপোর্ট আসে। এ সময় সোনিয়া বেগমের ৩ বছরের ছোট বাচ্চা রবিউলও তাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ডাক্তারি সনদ পেলে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।