নিজস্ব প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে এমাদ উদ্দিন রকিব নামের ২৬ বছর বয়সী শিক্ষানবিশ আইনজীবী খুন হয়েছেন। তিনি উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়নের তেলিআবদা গ্রামের আজিম উদ্দিনের ছেলে। একই ঘটনায় তার ভাই হেলাল উদ্দিন (৪০)কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
জানা যায় , উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তেলিআবদা গ্রামের সোবহান মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের আজিম উদ্দিনের পরিবারের ২৮ শতক কৃষি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলছিল। এমতাবস্থায় শুক্রবার সকালে রকিব ও হেলাল তেলিআবদা গ্রামের কোনাগাঁও নামকস্থানে ওই জমিতে পাওয়ার টিলার নিয়ে হালচাষ করতে গেলে সোবহান মিয়ার পরিবারের লোকজন তাতে বাধা দেয়। তা একপর্যায়ে সংঘাতে রূপ নিলে দেশীয় অস্ত্রের আঘাতে রকিব গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।