শ্রমিকদের ভুখা মিছিলের পর নতুন কর্মসূচি

সংবাদ জমিন রিপোর্টঃ
বকেয়া বেতন ও বোনাসের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী ভুখা মিছিল করেছেন শ্রম ভবনের সামনে অবস্থান নেওয়া পোশাক শ্রমিকরা। এতে টিএনজেড গ্রুপের তিনটি কারখানার দুই শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন। মিছিলে বিভিন্ন স্লোগান লেখা সম্বলিত খালি বাসন প্রদর্শন করেন তারা। দাবি পূরণ না হলে শনিবার (২৯ মার্চ) বিকাল ৪টার পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

শুক্রবার (২৭ মার্চ) বিকালে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। কাকরাইল, পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাব প্রদক্ষিণ করে পুনরায় শ্রম ভবনের সামনে এসে শেষ হয় মিছিল। পরে আবারও সেখানে অবস্থান নেন আন্দোলনরতরা।

শিরোনাম