শ্রমিকদের ফ্যাক্টরিতে আসতে বলে বিপাকে অভিনেতা অনন্ত জলিল

 

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
শ্রমিকদের ফ্যাক্টরিতে আসতে বলে বিপাকে অভিনেতা অনন্ত জলিল। আবারও সমালোচনার মুখে চিত্রনায়ক অনন্ত জলিল। তাকে নিয়ে সমালোচনার ঝড় বইছে। এক দিকে লকডাউন অন্যদিকে রপ্তানিমুখী শিল্প-কারখানা খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে চাকরি বাঁচাতে যে যেভাবে পারছে ঢাকার দিকে রওনা দিয়েছে। ফলে দেশে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা। ঠিক এরমধ্যেই নিজ শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শ্রমিকদের আগামী রবিবার (১ আগস্ট) থেকেই কর্মস্থলে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে তোপের মুখে পড়েন অনন্ত জলিল। হয়েছেন হেয় প্রতিপন্ন এবং নানাভাবে প্রশ্নবিদ্ধ।

শনিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে অনন্ত জলিল লিখেছেন, এতদ্বারা এ.জে.আই গ্রুপ ও এ.বি গ্রুপে কর্মরত সকল কর্মকর্তা এবং শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, আগামী (১ আগস্ট) থেকে আমাদের ফ্যাক্টরি সম্পূর্ণভাবে খোলা থাকবে।

তাই সবাইকে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো, কেউ যেন অনুপস্থিত না থাকে। আর এরপরই অনন্ত জলিলকে নিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে উঠে। সোস্যাল মাধ্যম , সংবাদ মাধ্যমগুলোতে তাকে নিয়ে তোলপাড় শুরু হয়। একাধিক শ্রমিক নাম প্রকাশ ব্যতিরেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা এর বিচার চায়। তথ্য ও ছবি-সংগৃহীত

শিরোনাম