সংবাদ জমিন ডেস্ক ঃঃ
ফেসবুক লাইভে গিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদের শ্বশুর আবু মহসিন খান। আকস্মিক এ মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ রিয়াজ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে উপস্থিত সাংবাদিকদের রিয়াজ বলেছেন, আপনারা আমার বাবার (শ্বশুর) জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে মাফ করে দেন। বেহেশত নসিব করেন। এর বাইরে আমি আর কিছু বলতে পারছি না।
বাকী যা আপনাদের প্রশ্ন তার জবাব পরে কোনো সময় দেবো। আবু মহসিন খান গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ধানমণ্ডির নিজ বাসায় বসে তার ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। সেখানে আত্মীয়-স্বজনের প্রতি ক্ষোভ জানিয়ে কালেমা পড়ে লাইভে লাইসেন্স করা পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন তিনি।
আবু মহসিন খানের বাসায় একটি ডায়েরি পেয়েছে পুলিশ। সে ডায়েরিতে তার ব্যক্তিজীবনের চাওয়া-পাওয়া ও হতাশাসহ নানা বিষয়ে লেখা রয়েছে।