শেয়ার বাজারে লেনদেন উঠা-নামা করছে

 

সংবাদ জমিন ডেস্ক ঃঃ
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের ওঠানামার মধ্য দিয়ে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ মার্চ) লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫২৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৬০ ও ২১২৬ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৫১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৫টি কম্পানির শেয়ারের দর। সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো জিবিবি পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, রবি, লংকাবাংলা, আইএফআইসি ব্যাংক, লুব-রেফ বাংলাদেশ, রাহিমা ফুড, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার ও লাফার্জহোলসিম।

শিরোনাম