শেরপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে বিএনপি কর্মীকে হত্যা

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে রাতের আঁধারে হত্যা করে জমির আইলে ফেলে রাখা হয়েছে।

জানা যায়, শেরপুর উপজেলার ৬নং বিশালপুর ইউনিয়নের মান্দাইন গ্রামের কছিম উদ্দিনের পুত্র আব্দুল মতিন (৫৫)কে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। আব্দুল মতিন স্থানীয় বিএনপি’র রাজনীতিতে সক্রিয় ছিলেন। সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে একদল শ্রমিক মান্দাইন গ্রামের মাঠে আমন ধান কাটতে যাওয়ার সময় আব্দুল মতিনকে সেখানে পড়ে থাকতে দেখে। এ সময় আব্দুল মতিন অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন। এরপর তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ওসি তদন্ত জানান, আব্দুল মতিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাকে দাফন করা হবে।

শিরোনাম