শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রহত্যার আরেকটি মামলা

স্টাফ রিপোর্টারঃ
ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিরা হলেন,সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। বুধবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন নিহতের ভাই মো. রাজিব।

শিরোনাম