শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়ে ফরিদপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ।

আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে আলফাডাঙ্গা উপজেলার ডাকবাংলো-সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাডাঙ্গা চৌরাস্তা এলাকায় আসে। সেখানে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়।

শিরোনাম