শি জিনপিংয়ের স্ত্রীর জন্মদিনের কথা মনে করিয়ে দিলেন বাইডেন

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
শি জিনপিংয়ের স্ত্রীর জন্মদিনের কথা মনে করিয়ে দিলেন বাইডেন।রাষ্ট্রের প্রধান হওয়া একটি কঠিনতম কাজ। যার জন্য রাষ্ট্রনেতাদের পারিবারিক জীবন কখনও কখনও অবহেলিত হয়। কারণ ব্যস্ততার দরুণ তারা পরিবারকে ঠিকমতো সময় দিতে পারেন না। কিন্তু চীনের রাষ্ট্রনেতা সত্যিই ভাগ্যবান, কারণ স্ত্রীর জন্মদিন ভুলে গেলেও তাকে সেই বিশেষ দিনটি মনে করিয়ে দিলেন আরেক রাষ্ট্রপ্রধান। সদ্যই আমেরিকা সফরে গিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার সেখানেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন।

আলোচনার শেষে আচমকাই জিনপিংয়ের স্ত্রীর প্রসঙ্গ তুলে বাইডেন বলেন, “আপনার স্ত্রীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমার তরফে এই শুভেচ্ছাবার্তা জানিয়ে দেবেন।”বেমালুম ভুলেই গিয়ে ছিলেন শি জিনপিং।বৈঠকের দিন তার স্ত্রীর জন্মদিনের কথা।

শিরোনাম