নিজস্ব প্রতিনিধিঃ
খুলনায় এক মাস ৭ দিনের কন্যা শিশু মারিয়ামকে হত্যা করেছে পাষণ্ড মা। মায়ের নাম রীতা বেগম। গত শুক্রবার রাতে মারিয়ামকে হত্যার উদ্দেশ্যে বাড়ির পাশে একটি পুুকুরে ফেলে দেয় রীতা বেগম। গতকাল নিজের কন্যা শিশুকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩-এর বিচারক নাজমুল কবির তার জবানবন্দি রেকর্ড করেন।
পরবর্তীতে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত। ঘাতক রীতা বেগম বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের জনৈক সাইফুল ইসলামের স্ত্রী। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. এনামুল বলেন, বাচ্চাটি জন্ম নেয়ার পর কান্নাকাটি ও অতিরিক্ত পায়খানা করতো। এতে বিরক্ত হয় ওই শিশুর মা। এর আগে থেকে হত্যার পরিকল্পনা ছিল তার। অবশেষে পানিতে ফেলেই মা তার সন্তানকে পানিতে ফেলে হত্যা নিশ্চিত করে।