সংবাদ জমিন,অনলাইন ডেস্ক ঃঃ
প্রায় দুই বছর আগে বাবার অসুস্থতার কারণে মা অন্যত্র চলে যান। কিছুটা সুস্থ হয়ে বাবাও বাড়ি ছাড়েন। এরপর দাদা-দাদির কাছে থেকে দু’বছর পড়াশোনা চালায়। কিন্তু দারিদ্র্যতার কারণে ঢাকার মিরপুর এলাকায় বাবু বিশ্বাসের বাড়িতে কাজ করতে যায় ১১ বছরের শিশু আকলিমা। বাবু বিশ্বাস একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি পরিবার নিয়ে ঢাকার মিরপুর এলাকায় থাকেন। সেখানে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয় শিশুটি। কথায় কথায় তার ওপর চালানো হতো অত্যাচার।
কখনো তাকে খেতে দেয়া হতো শিশুর বমি ও প্রস্রাব। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের বিছানায় শুয়ে এমনটাই বর্ণনা দিলো শিশু আকলিমা। কঙ্কালসার শরীর নিয়ে গত বৃহস্পতিবার বিকালে সদর হাসপাতালে ভর্তি হয় সে। শিশু আকলিমার বাড়ি মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামে। সে ওই গ্রামের কুবাদ শেখের মেয়ে।