শিশুকে বলাৎকারের অভিযোগে ভ্যানচালক খুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে এক শিশুকে বলাৎকারের অভিযোগ এনে শরিফুল ইসলাম ওরফে বাটুল সরদার নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি সোমবার রাতে শেখপাড়া গ্রামের সরদার পাড়ায় ঘটেছে। বাটুল সরদার ওই গ্রামের তারাচাঁদ সরদারের ছেলে। শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রামবাসী জানান, শরিফুল ইসলাম সম্প্রতি মুরসালিন নামে তার মামাতো ভাই আব্দুর রহমানের শিশু সন্তানকে গ্রামের একটি মেহগনি বাগানে নিয়ে বলাৎকার করে। এ নিয়ে সরদার পরিবারের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়। মাতুব্বরদের মধ্যস্থতায় পারিবারিকভাবে বসে শালিস বৈঠক। বৈঠকে গ্রাম্য মাতুব্বর সাহাবুল ও বকুল জোয়ার্দার অভিযুক্ত বাটুল সরদারকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেয়। এলাকা না ছাড়ায় এ নিয়ে সোমবার রাতে বাটুলের মামাতো ভাই আব্দুর রহিম, লিটন ও আব্দুর রহমানের সঙ্গে তর্কবিতর্ক হয়। সালিশ বৈঠক শেষে বাটুল গোসল করতে ওই গ্রামের সেন্টু মোল্লার শ্যালো মেশিনে যায়।

বাটুল সাইদুল মণ্ডলের পান বরজের কাছে পৌঁছালে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইয়েরা। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত বাড়িতেই অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিল বাটুল। রাত ৯টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে বাটুল সরদারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, ঘটনা শুনে আমি নিজেই ঘটনাস্থলে যাই। এ ঘটনার পর থেকে বাটুলের মামাতো ভাইয়েরা পলাতক রয়েছে। আসামিদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কেউ আটকও হয়নি।

শিরোনাম