শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

 

মণিরামপুর(যশোর) প্রতিনিধি ঃঃ
তিন বছরের শিশুকন্যাকে হত্যার পর নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা পিয়া মন্ডল। শনিবার বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার কুলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজশিক্ষক স্বামী কণার মন্ডলকে আটক করা হয়েছে।

জানা যায়, প্রায় চার বছর আগে পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের ভগিরথ মন্ডলের মেয়ে পিয়ার সঙ্গে কণার মন্ডলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের এক বছর পর মেয়ে কথার জন্ম হয়। বিয়ের পর থেকে কণার মন্ডলের পরকীয়া প্রেম নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।

এরই জের ধরে মাস খানেক আগে শিশুসন্তান কথাকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় পিয়া মন্ডল। ভালো হওয়ার আশ্বাস দিয়ে স্ত্রী পিয়াকে বাড়িতে ফিরিয়ে আনেন স্বামী কণার মন্ডল। স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় জানান, পিয়া মন্ডলের স্বামী কণার মন্ডল স্থানীয় মশিয়াহাটি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক। এদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।

এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ জানায়, দু’টি লাশ উদ্ধার করা হয়েছে। মৃত মহিলার স্বামী কণার মন্ডলকে আটক করা হয়েছে।

শিরোনাম