শিবালয়ে লকডাউনে সাউন্ড বক্স বাজিয়ে বনভোজন করায় জরিমানা

 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের শিবালয়ে লকডাউনে উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজিয়ে বনভোজন করায় ভ্রাম্যমান আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

জানা গেছে,উপজেলার আমডালা বাজার এলাকায় লকডাউনের সময় উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে বনভোজন করছিল একদল যুবক। এ সময় খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের পাকড়াও করে। বিধি ভঙ্গ করে সাউন্ড বক্স বাজানো ও বনভোজনের আয়োজন করায় ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

সেই সাথে বনভোজনের খাবার তেওতা আশ্র‍য়কেন্দ্রে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয় । আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লকডাউনের মধ্যে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শিরোনাম