শিবালয়ে ভোরের কাগজের সম্পাদক ও প্রকাশকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করায় মানববন্ধন

মাসুদ চৌধুরী সাঈদঃ
দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ‍্যামল দত্ত ও প্রকাশক সাবের হোসন চৌধুরীসহ ৫ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে দায়েরকৃত মামলা প্রত‍্যহার দাবীতে বুধবার(১ জানুয়রী) শিবালয় উপজেলার প্রধান গেটের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করে।

এ সময় স্থানীয় প্রতিনিধি সুরেশ চন্দ্র রায়, শিবালয় প্রেসক্লাবের সভাপতি বাবুল আকতার মঞ্জুর, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,শিবালয় সাংবাদিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক নিরাঞ্জন সূত্রধর, সাংবাদিক দেবশীষ ঘোষ জয়, মাসুদ চৌধুরী সাঈদ, আনোয়ার হোসেন, শামীম মিয়া, পয়েল চৌধুরী, সাংস্কৃতিক কর্মী মন্সী আঃ সালাম, চন্দন সাহা ও শিতল বিশ্বাস মানববন্ধনে অংশ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কুমিল্লার চিহ্নিত মাদককারবারী আরফানুল হক রিফাত নিজের দোষ ঢাকতে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতি বৃদ্ধাঙ্গূল দেখিয়ে সম্পাদক, প্রকাশক ও রিপোর্টারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে।আমরা এই মিথ‍্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই। মামলা-হামলা করে বা নির্যাতনের ভয় দেখিয়ে সাংবাদিকদের থামিয়ে রাখা যাবেনা। সাংবাদিকরা ন‍্যায়ভাবে অন‍্যায়ের বিরুদ্ধে কলম চালিয়ে যাবে। দেশের সকল সাংবাদিক একযোগে প্রতিবাদ করে যাবে। সাংবাদিক নির্যাতন আর মেনে নেওয়া যাবেনা। মামলা প্রত‍্যহার না হলে আন্দোলন চলবে এবং সাংবাদিকমহল সবাইকে নিয়ে আরো কঠোর কর্মসূচি গড়ে তুলবে।

শিরোনাম