মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের শিবালয়ে বাস চাপায় হরিরামপুরের ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে পাটুরিয়ামুখী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাসচাপায় নিহত হন তারা। দুর্ঘটনায় নিহতরা হলেন, অটোরিকশা চালক জাহিদ (৪০), যাত্রী রহমান (২৫) ও রাজ্জাক (৩০) । এদের সকলের বাড়ি হরিরামপুর উপজেলার হাপানিয়া গ্রামে। ঐ সব পরিবারে চলছে কান্নার মাতম।
জানা যায়, দুপুরে পাটুরিয়ামুখী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক জাহিদ ও যাত্রী রহমান মারা যায়। একই ঘটনায় গুরুতর আহত আরেক যাত্রী রাজ্জাককে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর পরই ঘাতক বাসটির চালক ছাত্তার মোল্লা (৫৫) সহ বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।