শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের শিবালয়ে বাস-ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমূখী সংঘর্ষে লিটন খান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর ছেলে মোঃ আশিক (৭) গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শুক্রবার (২২ অক্টোবর) বেলা পৌনে ১২ টার দিকে শিবালয়ের ঢাকা-আরিচা মহাসড়কের আরিচা-পাটুরিয়া সংযোগ মোড়ে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি মোটরসাইকেলকে বিপরীত দিকে থেকে আসা একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেলটি ঢাকাগামী মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা চালকের ছেলে আশিক খান (৭) আহত হয়। তাকে স্থানীয়রা শিবালয় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বরংগাইল হাইওয়ে সার্জেন্ট মোঃ সাইফুল জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক ও বাসটিকে বরংগাইল হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাক ও বাসটিকে আটক করলেও ড্রাইভার এবং হেলপার পলাতক রয়েছে। প্রাথমিক ভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।