শিবালয়ে চাঞ্চল্যকর মিতু হত্যার মূল ঘাতক রবিন গ্রেফতার
মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
নারায়ণগঞ্জ বন্দর থানার চাঞ্চল্যকর মিতু হত্যা মামলার প্রধান আসামি রুহুল আমীন ওরফে রবিন (৩৫) কে গ্রেফতার করেছে মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ। রবিন মিতুর কথিত প্রেমিক ছিল। তাকে হত্যার পর রবিন শ্বশুরবাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন।
রবিবার (৮ আগস্ট) সন্ধ্যায় তাকে গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানার আরিচাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রুহুল আমিন রবিন নারায়ণগঞ্জ বন্দর থানার নবীগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে। চাঞ্চল্যকর এ মামলার প্রধান ঘাতক দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। এদিকে রবিনের গ্রেফতারের খবরে মিতুর পরিবার ও আত্মীয় স্বজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
শিবালয় থানার ওসি ফিরোজ করিব সংবাদ মাধ্যমকে জানান, শিবালয়ের শ্বশুরবাড়ি এলাকায় এসে রবিন আশ্রয় নিয়েছিল। গ্রেফতার এড়াতে রবিন ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। আর এটা জেনেই আমরা তাকে ধরে ফেলি। রবিনকে নারায়ণগঞ্জ থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হবে।