শিবালয়ের পাটুরিয়ায় বাস চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় রাস্তা পার হওয়ায় সময় যাত্রীবাহী বাসচাপায় নাম না জানা (৩৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ফেরিঘাটের জিরো পয়েন্টের পুলিশ কন্ট্রোল রুমের সামনে এই দুর্ঘটনা ঘটে। পাটুরিয়া ঘাটের দায়িত্বরত সার্জেন্ট মো. রাজিব হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজিব হোসেন জানান, সকালে ফেরিঘাট এলাকায় এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে নাম না জানা ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে যান।

তিনি আরো জানান, নিহতের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ধারনা করা হচ্ছে দ্রুত ফেরিতে ওঠার চেষ্টা করছিল বাসের চালক। অতিরিক্ত গতির আর বেখায়ালির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিরোনাম