শিবচরে স্পিডবোট ডুবে নিহত- ২৫ : বেশ কয়েকজন নিখোঁজ

 

মাদারীপুর প্রতিনিধি ঃঃ
মাদারীপুরের শিবচরে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। এ সংবাদ লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। সোমবার (০৩ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই  স্পিডবোটের যাত্রী ছিল বলে জানা গেছে।

শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান জানান, ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোটে ২২-২৪ জন যাত্রী নিয়ে মাাদরীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি আসলে ঘাটের কাছে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সাথে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায় এ দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য সারাদেশে করোনা লকডাউনের মধ্যে গণপরিবহন বন্ধ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী নৌপরিবহন চালু রাখায় এ দুর্ঘটনা ঘটল। ছবি-সংগৃহীত

শিরোনাম