শিক্ষার্থীদের পদচারণায় মুখর মমেক ক্যাম্পাস


ময়মনসিংহ প্রতিনিধি ঃঃ
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর শিক্ষার্থীদের শতভাগ ভ্যাকসিনের আওতায় এনে ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) শুরু হয়েছে ক্লাস-পরীক্ষা। শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস প্রাঙ্গণ। সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রথম দিনে দ্বিতীয় ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করেছেন। এছাড়াও এমবিএস ফাইনাল ও পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।

শ্রেণিকক্ষে প্রবেশের আগে প্রত্যেক শিক্ষার্থীর মাস্ক পরা নিশ্চিত করা হয়েছে। এছাড়া তাপমাত্রা দেখা হয়েছে। তাদের হাত ধোয়ার ব্যবস্থাও রয়েছে ক্যাম্পাসে। শ্রেণিকক্ষে প্রতি বেঞ্চে দুইজন করে শিক্ষার্থী বসানোর ব্যবস্থা করা হয়েছে।


শিরোনাম