শিক্ষার্থীদের কোলাহলে সরব হয়ে উঠল সারা দেশের স্কুলগুলো

 

স্টাফ রিপোর্টার ঃঃ
দীর্ঘ দেড় বছর পর শিক্ষার্থীদের পদচারণায় সরব হয়ে উঠেছে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আজ সকালে রাজধানীর মতো বিভিন্ন জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজগুলো খুলেছে। স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড থার্মাল দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করিয়েছেন শিক্ষকরা।

শ্রেণীকক্ষে ছাত্র-শিক্ষক সবার মুখেই ছিল মাস্ক। এদিকে বন্যা কবলিত হওয়ায় বেশ কিছু জেলার স্কুলের তালা খুলেনি। আশ্রয়শিবির খোলা হয়েছে বেশ কিছু স্কুলে।

 

শিরোনাম