শাহীনকে ধরতে সরকার তৎপর : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ জমিন ডেস্কঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন, ব্যবসায়ী আখতারুজ্জামান শাহীন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল সন্দেহভাজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে পেতে এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠা অপরাধের বিচার করতে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে।

ভারতের ইংরেজি দৈনিক ডেকান হেরাল্ড এর এক প্রতিবেদনে এ খবর দিয়ে বলা হয়েছে- শনিবার ঢাকা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পিটিআই (প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া) কে বিশেষভাবে বলেন, “অবশ্যই, আমরা আখতারুজ্জামান শাহীনকে খুঁজছি। তিনি অন্যতম মূল সন্দেহভাজন এবং ওয়ান্টেড। আমরা তার বিচার করতে ভারত, নেপাল এবং যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য চেয়েছি।”

শিরোনাম