শাহবাগ থেকে নীলক্ষেত পর্যন্ত নারীকে টেনে নিয়ে গেল ঢাবি অধ্যাপকের ঘাতক প্রাইভেটকার

সংবাদ জমিন অনলাইন ডেস্কঃ
রাজধানীর শাহবাগে প্রাইভেট কারের চাপায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া পথচারী নারীর নাম রুবিনা আক্তার (৪৫)। প্রাইভেট কারটির চালকের আসনে ছিলেন আজহার জাফর শাহ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক।

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, শুক্রবার বিকেলে ঢাবির চারুকলার সামনে থেকে এক নারী পথচারী প্রাইভেট কারে চাপা পড়ে। এ সময় নারীটির ওড়না চাকার সাথে পেঁচিয়ে যায়। চালক গাড়িটি না থামিয়ে নারীকে প্যাঁচানো অবস্থায় চালাতে থাকেন। আহত ওই নারীকে টেনেহিঁচড়ে রাজু ভাস্কর্য, ভিসি চত্বর হয়ে নীলক্ষেত পর্যন্ত গাড়ি চালিয়ে নিয়ে যান ঢাবির ওই সাবেক অধ্যাপক। এ সময় আশেপাশে ক্ষুব্ধ জনতা তাকে পেছন থেকে ধাওয়া দেয়। এতে গাড়িটির গতি আরও বাড়িয়ে দেন ঘাতক এই চালক। নীলক্ষেতে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে ফেলে গনপিটুনি দেয়। গাড়িটিও ভাঙচুর করে জনতা।

পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে পথচারী নারী মারা যায় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

শিরোনাম