শাহবাগে পুলিশের ব্যারিকেড ভাঙলো কোটা বিরোধী আন্দোলনকারীরা

সংবাদ জমিন ডেস্কঃ
সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ডাকা অর্ধবেলা বাংলা ব্লকেড কর্মসূচিতে রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভাঙলো আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ব্যারিকেড ভেঙে ফেলেন তারা।

ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই কর্মসূচিতে অংশ নিতে জড়ো হন শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা।

শিরোনাম