শাশুড়ির ৮টি গরু নিয়ে গেল পুত্রবধূ!

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দিনদুপুরে শ্বশুরবাড়ি থেকে দুগ্ধপোষ্য বাছুর রেখে ৮টি গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূ শারমিন জাহান জুঁই ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ৩১শে মে শুক্রবার দুপুরে মঠবাড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের বক্‌সির ঘটিচোরা গ্রামের সৌদি প্রবাসী রুহুল আমীনের বাড়িতে। দিনদুপুরে ৮টি গরু চুরি করে নেয়ার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সৌদি প্রবাসী রুহুল আমীনের স্ত্রী গরুর খামার মালিক ফিরোজা বেগম গরু হারিয়ে বাছুরগুলো নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বক্‌সির ঘটিচোরা গ্রামের সৌদি প্রবাসী রুহুল আমিনের ছেলে ফিরোজ হাওলাদার সম্পর্ক করে বিয়ে করে পরবর্তীতে তিনিও সৌদি আরবে চলে যান। তার স্ত্রী শারমিন জাহান জুঁই বিয়ের পর থেকেই আলাদা বাসায় সন্তান নিয়ে বসবাস করেন। স্বামী বিদেশ থাকায় জুঁই ইচ্ছেমতো চলাফেরা করার অভিযোগে শাশুড়ির সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়। এদিকে জুঁই জনৈক এক নারীর কাছ থেকে বিভিন্ন সময়ে মাসিক হারে সুদে টাকা নিয়ে খরচ করেন। দীর্ঘদিনেও সেই সুদের টাকা পরিশোধ না করায় জনৈক ওই নারী সুদের টাকার জন্য জুঁইকে চাপ প্রয়োগ করেন। পরে ওই নারী সুদের টাকার জন্য জুঁই আক্তারকে শাশুড়ি ফিরোজা বেগমের লালন করা গোয়ালের গরু এনে দিতে বলে।

শিরোনাম