শাল্লায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের পাশে দাঁড়াল বিএনপি

 

সুনামগঞ্জ প্রতিনিধি ঃঃ
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে দাঁড়াল বিএনপি। শনিবার (২০ মার্চ) দুপুরে বিএনপি’র পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে থেকে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এক লাখ ২০ হাজার টাকা তুলে দেন প্রতিনিধি দলের সদস্যরা। এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য নিপুণ রায়, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিন প্রমুখ।

শিরোনাম