শান্তিগঞ্জে বোন জামাই’র হাতে প্রাণ গেল সমন্ধির

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জের নায়নগর গ্রামে টং দোকানে কম-বেশি ক্রেতা আসা-যাওয়া নিয়ে বোন জামাই’র টুলের আঘাতে সমন্ধি খুন হয়েছেন। নিহত আলাউদ্দিন (৫০) পাথারিয়া ইউনিয়নের নায়নগর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। অভিযুক্ত কামাল মিয়া (৫২) দিরাই উপজেলার কর্ণগাঁও গ্রামের বাসিন্দা এবং ১০-১২ বছর ধরে নায়নগর গ্রামে নিহত আলাউদ্দিনের বোনকে বিবাহ করে স্থায়ীভাবে বসবাস করছেন। নিহত ও অভিযুক্ত সম্পর্কে আপন বোন জামাই ও সমন্ধি হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের নায়নগর গ্রামে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি।

শিরোনাম