শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে বৃক্ষরোপন, আলোচনা সভা ও র‍্যালি

নিজস্ব প্রতিনিধিঃ
১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন। এ দিবসটি উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল, আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়। এ উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ শেখ রাসেল দেয়াল পত্রিকা বের করা হয় এবং শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে সকাল ৯ টায় আনন্দ র‍্যালি বের করে উপজেলা চত্ত্বরে শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। র‍্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্রাম হোসাইন, সহকারী প্রধান শিক্ষক একেএম আরিফুর রহমান, শারীরিক শিক্ষা শিক্ষক, সাবেক জাতীয় ক্রীড়াবিদ,সাংবাদিক ও কলামিস্ট মো. আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক শাজাহান দুলাল, মো. আবুল হোসেন, হারুনুর রশিদ, আজিজুর রহমান বাদশা, তপন কুমার সাহা, মো. মোহাব্বত হোসেন, সুবল সরকার,শাহিনুর আক্তার,শারমিন সুলতানা, রিনা দাস, আব্দুল খালেক। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন শেখ, মো. ফরিদ হোসেন খান, সাইফ সুজন, শায়েলা আক্তার, মো. আলোক হোসেন,আশিকুর রহমান, এনামুল হক, সিরাজুল ইসলাম,জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল নোমান, শামীম খান, মো. ছৈনুদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।

শিরোনাম