শপথের এক ঘণ্টা পার হতে না হতেই অপসারিত হলেন উপজেলা চেয়ারম্যান!

রংপুর প্রতিনিধিঃ
শপথের এক ঘণ্টা পার হতে না হতেই অপসারিত হলেন উপজেলা চেয়ারম্যান!উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণের এক ঘণ্টার মধ্যেই অপসারিত হওয়ার ঘটনায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান মোকাররম হোসেন সুজনকে নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

জানা গেছে,গত সোমবার রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন তাকে চেয়ারম্যান হিসেবে শপথ বাক্য পাঠ করান। এরপর কর্মী-সমর্থকদের নিয়ে গঙ্গাচড়া উপজেলা পরিষদের দিকে তিনি রওনা হন তিনি। রাস্তায় জানতে পারেন সারাদেশে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ফলে উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসার সুযোগ পেলেন না মোকাররম হোসেন সুজন।

শিরোনাম